অতিরিক্ত পণের দাম নেওয়ায় ইউনিলিভারকে তলব

অনলাইন ডেস্ক,

 

ডলার ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে বিভিন্ন কোম্পানি ইচ্ছামতো পণ্যের দাম বাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন পণ্যের দাম বাড়িয়েছে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। অতিরিক্ত দামে পণ্য বিক্রির জন্য কোম্পানিটিকে তলব করেছে ভোক্তা অধিদপ্তর।

 

 

 

এক চিঠিতে ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক আফরোজা রহমান ইউনিলিভারকে ৭ সেপ্টেম্বর ২০২২ অফিসে গিয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।

 

 

 

জানা গেছে, ইউনিলিভার ৫০ টাকার বড় লাক্স সাবান এখন বিক্রি করছে ৭৫ টাকায়। অর্থ্যাৎ ২৫ টাকা বেশি দাম নেওয়া হচ্ছে। এ ছাড়া ৯০ টাকার হুইল পাউডার বিক্রি করছে ১৪২ টাকায়, ২১০ টাকার সার্ফ এক্সএলের বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। আগে যে মিনি সাবানের দাম ছিল ১০ টাকা, সেটা বেড়ে এখন ১৫ টাকা।

 

 

 

ভোক্তা অধিদপ্তর যে চিঠি দিয়েছে, ওই চিঠিতে সাবান, ডিটারজেন্ট, পেস্ট, লিকুইড ক্লিনারসহ বিভিন্ন পণ্যের মূল্য তালিকা নিয়ে আসতে বলেছে ইউনিলিভারকে।

 

 

 

এ বিষয়ে ইউনিলিভারের পরিচালকের (ব্রান্ড অ্যান্ড কমিইউনিকেশন) কোন বক্তব্য পাওয়া যায়নি৷

 

 

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, আগামীকাল ইউনিলিভার প্রতিষ্ঠানের কাছে জানতে চাওয়া হবে ‘কেন তারা প্রতিটি পণ্যের এত দাম বাড়িয়েছে।

 

 

 

বেতনা নিউজ ২৪ /অ/ডে/

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version