1. admin@betnanews24.com : Betna :
অনুদানের চেক হাতে পেলেন শাকিব খান | বেতনা নিউজ ২৪
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০২ পূর্বাহ্ন

অনুদানের চেক হাতে পেলেন শাকিব খান

বিনোদন ডেস্ক,
  • প্রকাশিত : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১০৭ বার পঠিত

বিনোদন ডেস্ক,

 

দীর্ঘদিন নয় মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর গত (১৭ আগস্ট) দেশে ফিরেছেন শাকিব। শাকিব খানকে ধরা হচ্ছিল সময়ের অন্যতম সেরা তারকা হিসেবে। কারণ দীর্ঘদিন ধরে ক্যারিয়ারের দারুণ এক ছন্দে ছিলেন তিনি।কিন্তু সম্প্রতি সময়ে তার মুক্তি প্রাপ্ত সিনেমা হতাশ করেছে দর্শকে।শুধু তাই নয়, বর্তমানে শাকিব খানের হাতে তেমন কোনো সিনেমা নেই, যা চলচ্চিত্রের বিপ্লব ঘটাবে। এ কারণে পড়ন্ত ক্যারিয়ারে সহ-প্রযোজন হিসেবে হাজির হচ্ছেন এ ‘মেগাস্টার’।বর্তমানে শাকিবকে নিয়ে সিনেমা নির্মাণ ব্যয় অনেক।আর হল থেকে নির্মাণ ব্যয়ের অর্ধেক টাকায় পকেট যায়না প্রযোজকের।এ কারণে শাকিবের পিছনে লগ্নি করতে আগ্রহ হারিয়ে ফেলেছেন দেশের অনেক প্রতিষ্ঠিত প্রযোজক। উপায় না পেয়ে নিজের দীর্ঘদিনের রাজত্ব ধরে রাখতে সরকারি অনুদানের জন্য আবেদন করেন শাকিব।

অবশেষে অনুদান পেয়েও জান তিনি।২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছেন তিনি।তবে দেশের শীর্ষ নায়কের খেতাব প্রাপ্ত অভিনেতা সরকারি অনুদানের সিনেমা নির্মাণ ঘিরে তৈরি হয়েছে সমালোচনা। চলচ্চিত্রপাড়ার অনেকেই বলা-বলি করছেন শাকিবের মতো নায়ক অনুদান নিয়ে ছবি নির্মাণ করবে এটা ভাবা যায় না!

‘মায়া’ ছবির জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন শাকিব।এতে শাকিব খানের বিপরীতে থাকবেন পূজা চেরী।এর আগে এই জুটির ‘গলুই’ সিনেমাটি মুক্তি পেয়েছে।

 

আজ রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রথম কিস্তি হিসেবে মোট অনুদানের ৩০ শতাংশ টাকার চেক গ্রহণ করেছেন শাকিব। অনুদানের চেক হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাকিব খান।তবে ‘মায়া’ সিনেমার কাজ কবে শুরু হবে, তা এখনো চূড়ান্ত করেননি তিনি। তবে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সুত্র জানান, শিগগিরই মায়া সিনেমা কাজ শুরু করবেন শাকিব। কিন্তু কবে থেকে সেটা হতে পারে, তা এখনো চুড়ান্ত হয়নি। তবে শাকিব আজকে অনুদানের চেক হাতে পেয়ে বেশ উচ্ছ্বসিত!

 

 

 

 

বেতনা নিউজ ২৪ /বি/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা