1. admin@betnanews24.com : Betna :
অর্থ কেলেঙ্কারির মামলায় মুখোমুখি জ্যাকলিন ফার্নান্দেজ | বেতনা নিউজ ২৪ বিনোদন
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন

অর্থ কেলেঙ্কারির মামলায় মুখোমুখি জ্যাকলিন ফার্নান্দেজ

শোবিজ ডেস্ক,
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ বার পঠিত

শোবিজ ডেস্ক,

 

 

অর্থ কেলেঙ্কারির মামলায় বারবার জেরার মুখোমুখি হচ্ছেন জ্যাকলিন ফার্নান্দেজ। গত সোমবার (১২ সেপ্টেম্বর) দিল্লি পুলিশের কাছে হাজিরা না দিলেও বুধবার (১৪ সেপ্টেম্বর) কিছুতেই রেহাই পেলেন না এই অভিনেত্রী। এদিন ‘ইকোনমিক অফেন্স উইংসে’র জেরার মুখোমুখি হতে হয় জ্যাকলিন ফার্নান্দেজকে। যেখানে তাকে ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)।

তবে এই জিজ্ঞাসাবাদে জ্যাকলিনের উত্তরে খুব একটা সন্তুষ্ট হননি ইডি কর্মকর্তারা। অভিনেত্রীর বয়ানে মিলেছে ব্যাপক অসঙ্গতি।

গত বছরই আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। ২০০ কোটি টাকার প্রতারণা এবং আরও ২০টি আর্থিক কেলেঙ্কারির মামলায় নাম জড়ানো চন্দ্রশেখর দিল্লির রোহিণী জেলে বন্দি।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য জ্যাকলিনের মতো ডাক পাঠানো হয়েছিল নোরা ফাতেহিকে। এরইমধ্যে জানা গেছে, বিলাসবহুল গাড়ি থেকে দামি হিরের গহনা কিংবা ব্যাগ উপহার দেওয়া হয়েছে তাকে। তবে অভিনেত্রী বলছেন, এই মামলায় তাকে ফাঁসানো হচ্ছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

 

বিভাগ : বিনোদন

 

 

বেতনা নিউজ ২৪ /শো/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা