1. admin@betnanews24.com : Betna :
আওয়ামীলীগের সাথে ইইউ দলের বৈঠক | বেতনা নিউজ ২৪ রাজনীতি
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৪৭ অপরাহ্ন

আওয়ামীলীগের সাথে ইইউ দলের বৈঠক

অনলাইন ডেস্ক,
  • প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৭৬ বার পঠিত

অনলাইন ডেস্ক,

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল বিএনপির সঙ্গে বৈঠক শেষে এবার আওয়ামী লীগের সঙ্গে বৈঠক শুরু করেছে।

gfu শনিবার (১৫ জুলাই) দুপুর ১২টায় বনানীর হোটেল শেরাটনে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ ছাড়া আওয়ামী লীগের প্রতিনিধি দলে আছেন- দলের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।

অপরদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন রিকার্ডো চেলারি। ইইউ প্রতিনিধি দলে রয়েছেন ৬ জন।

এর আগে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিএনপির সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধিদল। আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে শেষে বেলা আড়াইটায় জামায়াতে ইসলামীর সঙ্গে ও বিকাল ৪টায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সঙ্গে বৈঠক করবে প্রতিনিধিদলটি।

 

 

বিভাগ : রাজনীতি ।

 

বেতনা নিউজ ২৪ /অ/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা