1. admin@betnanews24.com : Betna :
আগাম শিম চাষে সফল ঝিকরগাছার কৃষক আলমগীর | বেতনা নিউজ ২৪ খুলনা বিভাগ
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন

আগাম শিম চাষে সফল ঝিকরগাছার কৃষক আলমগীর

অনলাইন ডেস্ক,
  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৪২ বার পঠিত

অনলাইন ডেস্ক,

 

সম্প্রতি যশোর জেলার ঝিকরগাছার কৃষক আলমগীর হোসেন আগাম শিম চাষ করে সফলতা পেয়েছেন। এই জেলার মাটি আগাম সবজি চাষের জন্য উপযোগী হওয়ায় দ্বিগুণ ফলন হচ্ছে। এত করে আগাম শিম চাষে আশার আলো দেখছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, কৃষকদের জমিতে শিম গাছের ফুল ও ফলে ভরে গেছে। কৃষকরা গত মে মাসে জমিতে শিমের বীজ রোপন করেন। প্রায় ৬০ দিন পর গাছ থেকে শিম উত্তোলন করা যায়। চারা রোপণ, সেচ দেওয়া, সার প্রয়োগ, নিড়ানি, কীটনাশক ও মাচা তৈরিসহ ৭৫ দিনে মোট ৮ হাজার টাকা খরচ হয়। বর্তমান বাজারে ১৩০ টাকা দরে শিম বিক্রি করছেন তারা।

কৃষক আলমগীর হোসেন বলেন, আমি ১২ শতক জমিতে শিম চাষ করেছি। প্রতি সপ্তাহে জমি থেকে ২ মণ করে শিম তুলতে পারছি। বাজারে শিমের ভালো দাম পাচ্ছি। সকল খরচ বাদ দিয়ে প্রায় দেড় লাখ টাকা আয় করতে পারবো।

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, শিম শীতকালীন সবজি হলেও আমাদের দেশে আগাম শিমের চাষ করা হয়। বর্তমানে আগাম শিম চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। বাজারে আগাম শিমের দামও ভালো। তাই কৃষকরা দিন দিন এই আগাম জাতের শিম চাষে আগ্রহী হচ্ছেন। আমরা কৃষকদের সব ধরনের সহযোগীতা করছি।

 

 

বিভাগ : সারাদেশ

 

বেতনা নিউজ ২৪ /অ/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা