1. admin@betnanews24.com : Betna :
আত্মসমর্পণকারী সেনাদের ফেরাতে চাই ইউক্রেন | বেতনা নিউজ ২৪
রবিবার, ২৮ মে ২০২৩, ১২:০৬ অপরাহ্ন

আত্মসমর্পণকারী সেনাদের ফেরাতে চাই ইউক্রেন

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১১৮ বার পঠিত

অনলাইন ডেস্ক,

মে মাসের মাঝামাঝি সময়ে রুশপন্থী যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেন ইউক্রেনের কয়েশ সেনা । বন্দরনগরী মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানার আত্মসমর্পণকারী যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করছে ইউক্রেনের গোয়েন্দা বাহিনী। তাদের মুক্ত করতে কিয়েভ সব পথে চেষ্টা করছে বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মনাস্তিরিস্কি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার কারাগারে থাকা ইউক্রেনের শত শত যোদ্ধার ভাগ্যে অনিশ্চয়তা বিরাজ করছে। মে মাসের মাঝামাঝি সময়ে কেন্দ্রের নির্দেশ তারা রুশপন্থী যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেন।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী মনাস্তিরিস্কি বলেন, গোয়েন্দাদের মাধ্যমে আমরা তাদের অবস্থা জানার চেষ্টা করছি। তাদের পুষ্টিকর খাদ্য এবং মুক্তির নিয়ে  আলোচনা চলছে। রুশ সেনাদের হাতে থাকা সকল ইউক্রেনীয় সেনা কিয়েভে ফিরবে এবং তার  জন্য সকল কিছু করা হচ্ছে বলেও জানান তিনি।রাশিয়া দাবি করে, তাদের কাছে আজভস্তালের ২ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে।

 

 

 

বেতনা নিউজ ২৪/অ/ডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা