খেলা ডেস্ক,
আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল রবিবার (১৮ জুন) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন মো: আফিফ হোসেন ধ্রুব।
সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলি অনিক স্কোয়াডে জায়গা হারিয়েছেন। স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলতে পারেননি অনিক। এবার জাতীয় দল থেকেই ছিটকে গেলেন তিনি।
আগামী ১৪ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১৬ জুলাই।
এর আগে ৫ জুলাই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮ ও ১১ জুলাই।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।
বিভাগ : খেলা ।
বেতনা নিউজ ২৪ /খে/ডে/
Leave a Reply