অনলাইন ডেস্ক,
আবারো বোতলজাত সয়াবিন তেলের দাম আরেক দফা বেড়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল সাত টাকা বেড়ে হয়েছে ১৯২ টাকা।
মঙ্গলবার (২৩ আগস্ট) ভোজ্যতেল মালিকদের সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল সাত টাকা বেড়ে হয়েছে ১৯২ টাকা। আগে ১৮৫ টাকা করে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হত। এর আগে প্রতি লিটারের মূল্য ছিল ২০৫ টাকা। আর্ন্তজাতিক বাজারে দাম কমার পর সেখান থেকে লিটারে ২০ টাকা কমিয়ে ১৮৫ টাকা করা হয়েছিল।
একইভাবে পামওয়েলের মূল্য লিটার প্রতি সাত টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা।
এই মূল্য আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
এর আগে গত ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয় মিলমালিকদের সংগঠনটি। তারা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৫ টাকা, খোলা সয়াবিন তেল ১৮০ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার প্রস্তাব দেওয়া হয় ।
বেতনা নিউজ ২৪ /অ/ডে/
Leave a Reply