বেতনা নিউজ ২৪ ডেস্ক,
দিন-দিন লাফিয়ে লাফিয়েবেড়ে চলেছে জিনিসপত্রের দাম । সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে জীবনযাপন করা একেবারেই দুর্বিসহ হয়ে পড়েছে । এবার কৃষি পণ্য ইউরিয়া সারের দাম বেড়েছে ।
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বাড়িয়েছে সরকার। সোমাবার (১ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউরিয়া সারের ব্যবহার যৌক্তিক পর্যায়ে রাখতে এবং চলমান বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে সারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় দেশে ডিলার পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতিকেজি ১৪ টাকা থেকে বৃদ্ধি করে প্রতিকেজি ২০ টাকা এবং কৃষক পর্যায়ে প্রতিকেজি ১৬ টাকা থেকে বৃদ্ধি করে ২২ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার।
বেতনা নিউজ ২৪ /বে/ডে/
Leave a Reply