তিন দিনের রিমান্ড শেষে প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) আরও ১০ দিনের রিমান্ড দিয়েছেন কলকাতার আদালত।
মঙ্গলবার দুপুরে কলকাতার আদালতে তোলা হয় অভিযুক্তদের। পি কে হালদারকে হেফাজতে নেয়ার পর মামলা কতটা অগ্রগতি হয়েছে সে বিষয়ে আদালতকে অবগত করে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
আর্থিক খাতে বিতর্কিত পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে গত ১৪ মে (শনিবার) পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেপ্তার করে ইডি। পরে তাদের তিন দিনের রিমান্ডে নেয়া হয়। তাদের দেয়া তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পি কে হালদারের বেশ কিছু অবৈধ সম্পদের সন্ধান পায় ইডি।
Leave a Reply