1. admin@betnanews24.com : Betna :
আয়ারল্যান্ডের পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৪৭ অপরাহ্ন

আয়ারল্যান্ডের পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক,
  • প্রকাশিত : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৯৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,

 

সম্প্রতি আয়ারল্যান্ডের কাউন্টি ডোনেগালের একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই কিশোর এবং এক অল্পবয়সী মেয়েও রয়েছে। প্রতিবেদন বিবিসির।

 

 

দেশটির পুলিশ জানায়, গত শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টার কিছু পরে ক্রিসলো গ্রামের উপকণ্ঠে অ্যাপলগ্রিন পেট্রোল স্টেশনে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত হলেও আর কোনো হতাহতের আশঙ্কা করা হচ্ছে না।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরই তিনজনের মৃত্যু হয়। পরে সেদিন রাতে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। সবশেষ শনিবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ জনে।

ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ মিটার দূরে অবস্থিত বাড়ির বাসিন্দা কাইরান গ্যালাঘে বিবিসিকে বলেন, বিস্ফোরণের শব্দ ‘বোমার’ শব্দের মতো শোনাচ্ছিল। তিনি জানান, ‘আমি সে সময় বাড়িতেই ছিলাম।

পুলিশ বলেছে, এখনো পর্যন্ত সংগ্রহ করা প্রমাণগুলো ইঙ্গিত করে বিস্ফোরণটি একটি মর্মান্তিক দুর্ঘটনা ছিল। বিস্ফোরণে একটি বিল্ডিং ও একটি অ্যাপার্টমেন্ট ব্লকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

 

আইয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন এ ভয়াবহ বিস্ফোরণকে একটি ‘বিশাল আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন।

 

 

বিভাগ : আন্তর্জাতিক

 

বেতনা নিউজ ২৪ /আ/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা