যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য ১৩ বিলিয়ন ইয়েন (একশ’ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ অনুমোদ করল জাপান।
সোমবার এই ঋণ অনুমোদন দেওয়া হয় বলে দাবি করেছে ইউক্রেনের অর্থ মন্ত্রণালয়।
আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা ও রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে রাশিয়ার অভিযানে ইউক্রেনের ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তায় এই ঋণ ব্যয় করা হবে। ৩০ বছর মেয়াদী এই ঋণের জন্য আরও ১০ বছরের ‘গ্রেস পিরিয়ড’র সুযোগ রাখা হয়েছে।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জানিয়েছে, এই ঋণ সহায়তা বিশ্বব্যাংকের সঙ্গে সহ-অর্থায়ণে করা হবে এবং ইউক্রেন সরকারের বাজেটে অন্তর্ভুক্ত করা হবে। তবে ইউক্রেন এই অর্থ সামরিক কাজে ব্যবহার করতে পারবে না। সূত্র: আল-জাজিরা, রয়টার্স
Leave a Reply