1. admin@betnanews24.com : Betna :
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প | বেতনা নিউজ ২৪
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৮ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক,
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১০১ বার পঠিত

আন্তর্জাতকি ডেস্ক,

 

সম্প্রতি ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালি। সেখানে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার (২২ আগস্ট) স্থানীয় সময় বিকাল সাড়ে ৪ টার ভূমিকম্প অনুভূত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।
ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপদার্থবিদ্যা বিভাগ (বিএমকেজি) এর কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল এই ভূমিকম্প। বালি দ্বীপের বিভিন্ন ভবন থেকে লোকজন ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সড়কে এসে দাঁড়িয়েছেন।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। এখানে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ ঘটে।
শুধু ইন্দোনেশিয়া নয় জাপানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার সব দেশেই এ কারণে ঝুকিপূর্ণ।
উল্লেখ্য, ২০০৪ সালে সুমাত্রার উপকূলে ৯.১ মাত্রার মাত্রার ভয়াবহ একটি ভূমিকম্প হয়। ভূমিকম্পের পরপর আঘাত হানে সুনামি। তখন ওই অঞ্চলে ভূমিকম্প ও সুনামির কারণে ইন্দোনেশিয়ায় ১ লাখ ৭০ হাজারসহ ২ লাখ ২০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।
বেতনা নিউজ ২৪ /আ/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা