আন্তর্জাতিক ডেস্ক,
ইসলাম গ্রহণ করেছেন ফ্যাবিয়ান ডরিস নামে ২০ বছর বয়সী এক জার্মান তরুণী। এ সময় কালিমায়ে শাহাদত পাঠ করার পর তিনি আবেগে কেঁদে ফেলেন।
বুধবার আলজাজিরা জানায়, তুরস্কের দক্ষিণ-পূর্বঞ্চলীয় প্রদেশ গাজিয়ান্তেপে আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন ফ্যাবিয়ান ।
এ সময় সেখানে প্রাদেশিক মুফতি শায়খ হুসাইন হাজারলার উপস্থিত ছিলেন। তিনিই তরুণীকে কালিমায়ে শাহাদাত পাঠ করিয়ে ইসলামে দীক্ষিত করেন ।
ফ্যাবিয়ান ডরিস এখন আর তার এই পুরনো নামে পরিচিত হবেন না; তিনি তার নতুন নাম নির্ধারণ করেছেন ‘সিরাহ’।
সূত্র : আলজাজিরা
বেতনা নিউজ ২৪/আ/ডে/
[…] […]