শোবিজ ডেস্ক,
এবার ঈদে মুক্তি পেতে চলেছে ‘ দিন দ্যা ডে ‘ সিনেমা। বাংলাদেশ ইরান যৌথভাবে পরিচালনায় ১০০ কোটি টাকার সিনেমা মুক্তি পেতে চলেছে যা বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম।
‘ দিন দ্যা ডে ‘ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। চিত্রনায়ক অনন্ত জলিল আন্তর্জাতিক পুলিশ সংস্থার প্রতিনিধি চরিত্রে অভিনয় করবেন আর চিত্রনায়িকা বর্ষা তার বিপরীতে অভিনয় করবেন।
এরই মধ্যে অনন্ত – বর্ষা বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রচার প্রচারনা শুরু করে দিয়েছে। সিনেমার ইরানি পরিচালক আতাস বলেন যে, এত বড় ধরনের বাজেটের সিনেমা মুক্তি পেলে দর্শকমনে জায়গা করে নিবে।
সিনেমাটা বাংলাদেশ,ইরান,আফগানিস্তান ও তুরস্কের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে বলে জানান পরিচালক।
বেতনা নিউজ ২৪/শো/ডে/
Leave a Reply