আন্তর্জাতিক ডেস্ক,
আফ্রিকার দেশ উগান্ডায় ৩১ মিলিয়ন মেট্রিক টন স্বর্ণের সন্ধান পাওয়া গেছে যার বাজার মূল্য ১২ ট্রিলিয়ন ডলার ।
দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০১৬ সালে চীনা কোম্পানী ওয়াগাগাই গোল্ড মাইনিং প্রতিষ্ঠানকে স্বর্ণ শোধনাগারে এর লাইসেন্স দেয় এর পর তারা কাজ শুরু করে বলে রয়টারস্ জানিয়েছে ।
উগান্ডার জ্বালানি ও খনিজ উন্নয়ন মন্ত্রণালয় এর মুখপাত্র জানান, এই মুহুর্তে আবিস্কৃত স্বর্ণ খনন শুরু করা সম্ভব হবে ।
উগান্ডার রাষ্ট্রপতি স্থানীয়ভাবে স্বর্ণ পরিশোধনের আহ্বান জানিয়েছেন ।
বেতনা নিউজ ২৪/আ/ডে/
Leave a Reply