অনলাইন ডেস্ক,
রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের কাজ চলার সময় যাত্রীবাহী একটি প্রাইভেটকারের ওপর গার্ডার পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুজন। সোমবার বিকালে জসীম উদ্দীন রোড এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।
দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মহসীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বেতনা নিউজ ২৪ /অ/ডে/
Leave a Reply