অনলাইন ডেস্ক,
শুক্রবার (১৯ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বিয়ের অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বড় ছেলে আবরারের বিয়ের অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের মিলন মেলায় পরিণত হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতাকে দেখা না গেলেও বিয়ের অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিরোধী মতের বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র অনেক নেতা। অনুষ্ঠানে একই টেবিলে পাশাপাশি বসে হাস্যজ্জল দেখা যায়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী।
অনুষ্ঠানে মির্জা ফখরুল, জিএম কাদের ছাড়াও আরও উপস্থিত ছিলেন- মির্জা ফখরুলের সহধর্মিনী রাহাত আরা বেগম, সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, মহানগর বিএনপির আমান উল্লাহ আমান ও আবদুস সালাম, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং সিলেট মহানগর বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীসহ অনেকেই।
বেতনা নিউজ ২৪ /অ/ডে/
Leave a Reply