1. admin@betnanews24.com : Betna :
এক ঘণ্টায় ঢাকা | বেতনা নিউজ ২৪
শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন

এক ঘণ্টায় ঢাকা

অনলাইন ডেস্ক,
  • প্রকাশিত : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৪৯ বার পঠিত
ছবি : সংগৃহীত
                                                                                                        অনলাইন প্রতিবেদক,     

এখন থেকে আর ৪-৫ ঘণ্টা নয়, সড়কপথে মাত্র এক ঘণ্টায় ঢাকা থেকে যাওয়া যাবে ফরিদপুরের ভাঙা। শুনতে অবিশ্বাস্য হলেও, পদ্মা সেতুতে মিলবে এই সুবিধা। দেশের প্রথম যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙা এক্সপ্রেস দিয়ে বাধাহীনভাবে চলাচল করতে পারবে খুলনা, বরিশালের ২১ জেলার যাত্রী।

তবে এতদিন বাধা ছিল উত্তাল এক নদী। বহু বছরের দুর্ভোগের পর খুলেছে পদ্মা সেতু, গুরুত্ব হারাচ্ছে নৌরুট। দক্ষিণের মানুষ ঢাকায় ঢুকবে মাত্র এক ঘণ্টায়।

ছয় লেনের এই এক্সপ্রেসওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মাণ করছে সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন-এসডব্লিউও। মূল সড়ক চার লেনের, এর দুই পাশে থাকছে সাড়ে ৫ মিটার করে দুটি সার্ভিস লেন। পদ্মা সেতু হয়ে এ সড়ক যোগাযোগ ব্যবস্থায় সম্ভবনার নতুন দ্বার উন্মোচন করছে বলে মনে করেন বিশেষজ্ঞরাও।

যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ের নির্মাণ শুরু হয় ২০১৬ সালের জুলাইয়ে। তিন বছর ৮ মাসে কাজ শেষ করে, সড়কটি খুলে দেয়া হয় ২০২০-এর মার্চে।

বেতনা নিউজ ২৪/অ/প্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা