এশিয়া কাপের ধারাভাস্যে বাংলাদেশ থেকে ১ জন

নিজস্ব প্রতিবেদক,

 

কিছুদিন পরই মাঠে গড়াবে এশিয়া কাপ-২০২২। এই আসরের ইংরেজি ধারাভাষ্যের জন্য ১০ জনকে নির্বাচন করা হয়েছে। সেই তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন আতাহার আলী খান।

ভারত থেকে আছেন পাঁচজন। তারা হলেন— কিংবদন্তি রবী শাস্ত্রী, ইরফান পাঠান, গৌতম গাম্ভীর, দীপ দাশগুপ্ত ও সঞ্জয় মাঞ্জরেকার। পাকিস্তান থেকে আছেন দুইজন— কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস। এছাড়া শ্রীলঙ্কা থেকে আছেন রাসেল আর্নল্ড ও নিউ জিল্যান্ড থেকে আছেন স্কট স্টাইরিস।

 

সংযুক্ত আরব আমিরাতে ২৭ অগস্ট শুরু হবে এশিয়া কাপ। আর ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দুইটি করে মোট চারটি দল খেলবে সুপার ফোরে।

‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট। এরপর দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ১ সেপ্টেম্বর।

 

বেতনা নিউজ ২৪ /নি/ডে/

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version