বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৪৫ লাখ ৩৯ হাজার ৫২৩
কোভিডে মৃত্যুর মিছিল যেন থামছেই না ফাইল ছবি/রয়টার্স
বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (১৮ মে) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৪৫ লাখ ৩৯ হাজার ৫২৩ এবং মোট মৃতের সংখ্যা ৬২ লাখ ৮০ হাজার ৯২১ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ২৭ লাখ ২০ হাজার ৩৫৪ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ১৬৭ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩১ লাখ ২৫ হাজার ৩৭০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ২৬০ জনে।
এদিকে, বাংলাদেশে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৮১ জন। মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন।
Leave a Reply