1. admin@betnanews24.com : Betna :
করোনা আক্রান্ত মাহাথির মোহাম্মদ | বেতনা নিউজ ২৪
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক,
  • প্রকাশিত : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৯৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,

 

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। ৯৭ বছর বয়সী ড. মাহাথির মোহাম্মদকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ৩১ আগস্ট ড. মাহাথির মোহাম্মদের কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ড. মাহাথির মোহাম্মদের বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত বর্ণনা না দিয়ে একটি বিবৃতিতে
তার কার্যালয় বলছে, মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে আগামী কয়েকদিন সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য জাতীয় হৃদযন্ত্র ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

এর আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়াও নেওয়া আছে করোনা ভ্যাকসিনের তিনটি ডোজ।

দুই দশকের বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা নন-এনারিয়ানের হৃদরোগের ইতিহাস রয়েছে। তার হার্ট অ্যাটাক এবং বাইপাস সার্জারি হয়েছে।

২০২১ সালের ডিসেম্বরে হৃদরোগের জটিলতায় হাসপাতালে ভর্তি ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯৮৯ সালে একবার ও ২০০৬ সালে দুবার হৃদরোগে আক্রান্ত হন তিনি ।

১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ক্ষমতায় ছিলেন ড. মাহাথির মোহাম্মদ। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে সংস্কারবাদী জোটের প্রধান হিসেবে ক্ষমতায় ফিরে আসেন। কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে ২০২০ সালে সেই প্রশাসন ভেঙে পড়ে।

 

সূত্র: রয়টার্স

 

 

 

 

 

 

বেতনা নিউজ ২৪ /আ/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা