1. admin@betnanews24.com : Betna :
কাতার বিশ্বকাপে ‘বিখ্যাত ঢুস’ ভাস্কর্য | বেতনা নিউজ ২৪
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৭ পূর্বাহ্ন

কাতার বিশ্বকাপে ‘বিখ্যাত ঢুস’ ভাস্কর্য

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১২০ বার পঠিত
জিদানের ঢুসের ভাস্কর্য।

প্রকাশ : ০৭ জুন, ২০২২   ০১ : ৫৫

অনলাইন ডেস্ক,

কাতার বিশ্বকাপেও থাকছেন ফরাসি ফুটবল তারকা জিনেদিন জিদানের সেই বিখ্যাত ঢুস। মারমুখী ভঙ্গিতেই থাকছেন জিদান।সেবার জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়া জিদান আবার দলকে বিশ্বকাপে তুলতে অবসর ভেঙে ছিলেন।

তবে সবকিছুর মাঝে ঘটলো এক বিস্ময়কর ঘটনা। বিনা মেঘে বজ্রপাতের মতো কাণ্ড ঘটিয়েই ইতালির মার্কো মাতেরাজ্জিকে ঢুস মারলেন ফরাসি তারকা জিদান। সেই ধাক্কা সামলাতে পারেনি ফ্রান্সও।

তবে সেই কাণ্ডের ১৬ বছর পর কাতার বিশ্বকাপে আবারও ঢুসের স্মৃতি ফিরিয়ে আনছেন আয়োজকেরা।

 

দোহায় সমুদ্রের পাশে এক পদচারী, সড়কে ২০১৩ সালের ৭ অক্টোবর সেটি বসানো হয়েছিল। কিন্তু জনগণের ক্ষোভের মুখে দ্রুতই সেটা সরিয়ে নিয়েছিল কর্তৃপক্ষ। মাত্র তিন সপ্তাহ পর অর্থাৎ ২৮ অক্টোবর সেটি সরিয়ে নেওয়া হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বেতনা নিউজ ২৪ অ/ডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা