৭৫তম কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ইরানের ছবি ‘হোলি স্পাইডার’। ছবিটি দেখে মুগ্ধ হয়েছে চলচ্চিত্রবোদ্ধারা। ইরানের শহর মাশাদের এক সিরিয়াল কিলারকে নিয়ে এগিয়েছে ছবির কাহিনী। সত্যিকারের ঘটনা অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন আলি আব্বাসি।
কান উৎসবের সেরা পুরস্কার পাম দরের জন্য লড়ছে ‘হোলি স্পাইডার’ ছবিটি। এবারের উৎসবে তিনি জানান, ইরানকে ভিন্নভাবে তুলে ধরতে চান তিনি।
ইরানি সমাজের বিপরীতধর্মী প্রকৃতির বর্ণনা দিয়ে আব্বাসি বলেন, সেখানে নারীরা শুধু প্রশিক্ষিত চিকিৎসক ও প্রকৌশলী হন; তা নয়। তারা কী পরবেন, প্রকাশ্যে তাদের কেমন দেখাবে; তাও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। ইরানে নারীদের পরিস্থিতি একচোখ দিয়ে দেখলে হবে না। ইরানের সমাজব্যবস্থা নিয়ে আশাবাদী হওয়ার যেমন কারণ আছে আবার ভয়েরও কারণ আছে।
সূত্র: গাল্ফ নিউজ
Leave a Reply