অনলাইন ডেস্ক,
সম্প্রতি রাঙামাটি সদর উপজেলার কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দারমুখ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, উদ্ধার করা যুবকের নাম ইলিয়াস হোসেন কাঞ্চন (৩০)। তিনি বরকল উপজেলা সদরের আলী আকবরের ছেলে।
রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা এ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়রা কাপ্তাই হ্রদে একটি মরদেহ ভাসমান দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে জানতে পেরেছি।
এ ব্যাপারে রাঙামাটির কোতোয়ালি থানার ওসি মো. কবির হোসেন বলেছেন, স্থানীয় সূত্রে জানতে পেরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ধারণা করছি, দীর্ঘদিন পানিতে থাকার কারণে মরদেহের বিভিন্ন অংশ পঁচে গিয়েছে ।
বিভাগ : সারাদেশ
বেতনা নিউজ ২৪ /অ/ডে/
Leave a Reply