1. admin@betnanews24.com : Betna :
ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে চাম্পিয়ান আল নাসের ক্লাব | বেতনা নিউজ ২৪ খেলাধুলা
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:২৭ অপরাহ্ন

ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে চাম্পিয়ান আল নাসের ক্লাব

খেলা ডেস্ক,
  • প্রকাশিত : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৬৩ বার পঠিত

খেলা ডেস্ক,

 

গত বছরের ডিসেম্বরে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিলেও শিরোপাহীন থাকতে হয়েছে পর্তুগিজ ‍সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে। সেই হতাশা নতুন মৌসুমে ঘোচালেন ক্রিস্টিয়ানো রোনালদো। শিরোপা খরা কাটাতে আরব কাপে অবশ্য নিজের শতভাগ উজাড় করে দিতে ভুল করেননি এই তারকা ফুটবলার। তার অসাধারণ নৈপুণ্যে ১০ জন নিয়েও ঘুরে দাঁড়িয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতল দলটি।

কিং ফাহাদ স্টেডিয়ামে গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে আল-হিলালকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পায় আল নাসের। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ইতিহাসে এটি তাদের প্রথম শিরোপা। এবারের আগে কখনো প্রতিযোগিতাটির ফাইনালেও উঠতে পারেনি প্রো লিগের ক্লাবটি।

কিং ফাহাদ স্টেডিয়ামে জমজমাট ফাইনালটি প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। এরপর ম্যাচের ৫১তম মিনিটে আল নাসেরকে প্রথম ধাক্কা দেয় আল হিলাল। আল-হিলালের মাইকেল গোল করে এগিয়ে নেন দলকে। গোল হজমের পর ফের ধাক্কা খায় আল নাসের। ৭১ মিনিটে আব্দুল্লাহ আল-আমরি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আল নাসের।

একজন খেলোয়াড় কমে যাওয়ায় শিরোপার স্বপ্ন আরও ফিকে হতে শুরু করে আল নাসেরের। তবে যে রোনালদো আছেন তাদের এত দুশ্চিন্তা কিসের। ৭৪ মিনিটে রোনালদোর দারুণ এক গোল করে সমতা ফেরান। এ সময় ডানদিক থেকে আল ঘানামের লো ক্রস বক্সের সামনে পেয়ে যান তিনি। ডান পায়ের আলতো টোকায় জালে জড়িয়ে বুনো উল্লাসে মাতেন রোনালদো।

এরপর নব্বই মিনিটের খেলা সমতায় শেষের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৮ মিনিটের সময় বক্সের বাইরে থেকে সতীর্থের নেওয়া শট বার কাঁপিয়ে ফিরে আসলে রোনালদো সেটাতে হেড নিয়ে জালে জড়ান।

তাতে আল নাসর এগিয়ে যায় ২-১ গোলে। এর কিছুক্ষণ পর পায়ে ব্যথা পেয়ে রোনালদো মাঠ ছাড়লেও তার জোড়া গোলে ভর করে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে আল নাসের।

এই টুর্নামেন্টে রোনালদো সর্বোচ্চ ৬টি গোল করে গোল্ডেন বুট জিতেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩টি গোল করেন আল-ইত্তিহাদের করিম বেনজেমা। আল-হিলালের সার্বিয়ান মিডফিল্ডার সার্জেজ মিলিনকোভিচ-সাভিচ হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

 

 

বিভাগ : খেলা ।

 

 

বেতনা নিউজ ২৪ /খে/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা