ক্লিনিকের ল্যাবের ফ্রিজে ইলিশ মাছ

অনলাইন ডেস্ক,

 

সম্প্রতি সারাদেশের সকল অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ বাস্তবায়নে জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। এ সময় জয়পুরহাট  সিভিল সার্জন এর কার্যালয়ের সামনে আনার কলি ক্লিনিকের ল্যাবের ফ্রীজে ইলিশ মাছ পাওয়া যায় বলে বিষয়টি অবগত করেন জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিম কুমার কুন্ড।

মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা প্রায় ১২ টা ৩০ মিনিটে জয়পুরহাটে ভ্রাম্যামান আদালত এর উদ্যোগে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

 

 

এ সময় শহরের আনার কলি ল্যাবের ফ্রীজে ইলিশ মাছ রাখার অপরাধে ভ্রাম্যান আদালত আনার কলি ল্যাবের মালিককে পাঁচ হাজার টাকা জরিমনা করেন। পরবর্তীতে ক্লিনিকটি সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিম কুমার কুন্ড বলেন, হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে আনার কলি ক্লিনিক ল্যাবের ফ্রীজে ইলিশ মাছ পাওয়া যায়। ফলে আনার কলি ক্লিনিকের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।

 

 

 

 

 

বেতনা নিউজ ২৪ /অ/ডে/

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version