খুনের ৩০ বছর পর আসামি গ্রেপ্তার

অনলাইন প্রতিবেদক,

 

৩০ বছর আগে ২৪ বছর বয়সী এক যুবক প্রকাশ্যে খুন করেন ৩২ বছর বয়সী প্রতিবেশী এক ব্যবসায়ীকে। ওই মামলায় ৩ বছর পর তার যাবজ্জীবন কারাদণ্ড হলে সস্ত্রীক আত্মগোপনে যান হত্যাকারী। অবশেষে ৩০ বছর পর র‌্যাবের হাতে গ্রেপ্তার হলেন ৫৪ বছর বয়সী ওই আসামি শাহজাহান আলী ওরফে সোহরাব হোসেন স্বপন।

শনিবার (২৩ জুলাই) সকালে সিরাজগঞ্জের হাটিকুমড়ুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সদস্যরা।

গ্রেপ্তার শাহজাহান আলী ওরফে সোহরাব হোসেন স্বপন নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম সোনাপাতিল গ্রামের হোসেন আলীর ছেলে।

 

রাজশাহী র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ এবং নাটোর র‌্যাব অফিসের কোম্পানি কমান্ডার এএসপি ফরহাদ হোসেন শনিবার দুপুরে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব আরও জানান, দীর্ঘ গোয়েন্দা নজরদারিতে রাখার পর শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহজাহান ১৯৯২ সালে একই এলাকার ফিরোজাকে বিয়ে করেন। এরপর ওই মেয়েকে কেন্দ্র করে স্থানীয় মাছ ব্যবসায়ী ও মাইক সার্ভিস ব্যবসায়ী শাহাদতের সঙ্গে তার বিরোধ হয়। ওই বিরোধের জেরে একই বছর ১৭ মে স্থানীয় বারনই নদীতে গোসল করতে নেমে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে বুকে আঘাত করে শাহাদতকে হত্যা করেন শাহজাহান । ওই ঘটনায় নিহতের ভাই সেকেন্দার আলী হত্যা মামলা দায়ের করেন ।

 

 

 

 

 

 

বেতনা নিউজ ২৪/অ/প্র/

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version