1. admin@betnanews24.com : Betna :
খোলা পিঠে মেহেদী ব্লাউজ এঁকে তাক লাগালেন শ্রীলেখা | বেতনা নিউজ ২৪
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন

খোলা পিঠে মেহেদী ব্লাউজ এঁকে তাক লাগালেন শ্রীলেখা

শোবিজ ডেস্ক,
  • প্রকাশিত : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ বার পঠিত

শোবিজ ডেস্ক,

 

কলকাতার সিনেমার আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবে কোনো না কোনো বিষয়ে সব সময় আলোচনায় থাকেন। এবার খোলা পিঠে মেহেদি দিয়ে ব্লাউজ আঁকলেন তিনি।

রোববার (৪ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছেন, শ্রীলেখার খোঁপা বাঁধা চুল আর উন্মুক্ত পিঠে মেহেদির কারুকাজ। ব্লাউজের সাজে এই ছবি নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। তবে শুধু ব্লাউজ এঁকেই ক্ষান্ত হননি শ্রীলেখা। শাড়ি ও এই মেহেদি আঁকা ব্লাউজেই কলকাতার রবীন্দ্র সরোবর ঘুরেছেন তিনি। এছাড়া শ্রীলেখার এই ছবিতে অন্যতম আকর্ষণ তার ঘাড়ের কাছে একটি ট্যাটু। তাতে লেখা রয়েছেন ‘শ্রী’, যা এই অভিনেত্রীর নামের প্রথম অক্ষর। শ্রীলেখা মনে করেন, তার আবেদনময়ী হয়ে ওঠার পেছনে ট্যাটুরও অবদান রয়েছে। তার পিঠের ডানদিকেও একিটি ট্যাটু রয়েছে বলে জানিয়েছেন তিনি। এই অভিনেত্রী জানান, তার পিঠের ট্যাটুর অর্থ ‘শক্তি’।

 

 

 

 

বেতনা নিউজ ২৪/শো/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা