অনলাইন ডেস্ক,
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বিএনপির পক্ষপাতিত্ব ও আওয়ামী লীগের প্রতি বিরূপ আচরণ করছে বলে অভিযোগ এনেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিষয়টি খতিয়ে দেখার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ।
আজ (১৯ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘর্ষের পেছনে বিএনপিকে দায়ী করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কোনো কর্মী অতি উৎসাহী হয়ে দলটির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল।’
ওবায়দুল কাদেরের দাবি করেন , বিএনপি পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী বলেই পাকিস্তান আমলের সাফাই গাইছেন দলটির মহাসচিব। তার অভিযোগ, দেশকে নতজানু হিসেবে দেখতে চায় বলেই বিভিন্ন দূতাবাসে ধর্না দিচ্ছে বিএনপি নেতারা ।
বিভাগ : রাজনীতি
বেতনা নিউজ ২৪ /অ/ডে/
Leave a Reply