প্রকাশ : ০৫ জুন ২০২২, ১৮:১৮
আন্তর্জাতিক ডেস্ক,
টানা তিন মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে রেলপথ দিয়ে ভারত থেকে ফের গম আমদানি শুরু হয়েছে। রেলপথে আমদানিকৃত এসব গম ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। আমদানির ফলে কমেছে গমের দাম। কেজিতে ১০ টাকা কমে ৪১ টাকা কেজির গম বিক্রি হচ্ছে ৩১ টাকা কেজি দরে।
হিলি রেলওয়ে স্টেশনের তথ্যমতে, রোববার বেলা সাড়ে ১০টার দিকে ভারত থেকে দিনাজপুরের বিরল রেলপথ দিয়ে ৪২টি ওয়াগনে ২ হাজার ৪৫৭ মেট্রিকটন গম হিলি রেলস্টেশনে এসেছে। যা থেকে সরকার রাজস্ব (ভাড়া বাবদ) পেয়েছেন ৯ লাখ ৪৮ হাজার ২৪০ টাকা।
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি জানান, দেশের বাজারে চাহিদা থাকায় ভারতের বিহার রাজ্য থেকে এসব গম আমদানি হচ্ছে। খরচ কম ও পণ্যজট না থাকায় রেলপথে গম আমদানি আগ্রহ বাড়ছে। দ্রুত এসব গম খালাস করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে ।
বেতনা নিউজ ২৪/আ/ডে
Leave a Reply