নিজস্ব প্রতিবেদক,
মুঠোফোন অপারেটর গ্রামীণফোন এবার সর্বনিম্ন রিচার্জ মুল্য নির্ধারণ করে দিলো ২০ টাকা । এখন থেকে গ্রাহকরা ২০ টাকার নিচে রিচার্জ করতে পারবে না বলে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন মোহাম্মদ হাসান ।
এর আগে গ্রামীণফোনের সর্বনিম্ন রিচার্জসীমা ছিলো ১০ টাকা সেটাকে এখন বাড়িয়ে সর্বনিম্ন রিচার্জসীমা করা হয়েছে ২০ টাকা । গ্রামীণফোন সকল গ্রাহককে খুদে বার্তা দিয়ে বিষয়টি সম্পর্কে অবহিত করছেন বলে জানা গেছে ।
বেতনা নিউজ ২৪/অ/ডে
[…] আরো পড়ুন…..গ্রামীণফোন […]