চট্টগ্রামের সীতাকুণ্ডে বি/এম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ ফায়ার সার্ভিস কর্মীসহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। ধারণা করা হচ্ছে এই আগুন লেগেছে রাসায়নিকের কন্টেইনার বিস্ফোরণ থেকে। এর শব্দ শোনা গেছে চার কিলোমিটার দূর থেকেও, এতে ভেঙে পড়েছে আশপাশের ভবনের কাচ।
এতে ফায়ার সার্ভিস কর্মী, পুলিশসহ অন্তত ২০০ জন আহত হয়েছেন।
শনিবার রাত ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি–ঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। তবে কনটেইনার ডিপোতে কোনো পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়,রাত ১১টার দিকে ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতেকনটেইনার বিস্ফোরণ শুরু হয়। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের বিকট শব্দে অনেক বাসাবাড়ির জানালার কাচ ভেঙে গেছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে অনেকে মালামাল সরানোর চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ২৯টি ইউনিট কাজ করছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আগুনের ভয়বহতার কারণে কনটেইনার ডিপোর ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। কেমিক্যালের কারণে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
Leave a Reply