অনলাইন ডেস্ক,
চট্টগ্রামে ১৫০০ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নারীকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (২৮ আগস্ট) রাতে পুরাতন রেলস্টেশন এলাকা থেকে নূর সাফা (৩৫) ও নূর ফাতেমা (২৮) নামে ওই দুই নারীকে আটক করা হয়। সাফা ও ফাতেমা সম্পর্কে বোন।
সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবির (উত্তর) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। তারা জন্মসূত্রে মিয়ানমারের নাগরিক। তাঁরা দোহাজারী এলাকার বিএম বাজারের বার্মা কলোনিতে সামসুর ভাড়া ঘরে থাকতেন ।
তাঁরা ইয়াবাগুলো কোথায়, কার কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ডিবির এ কর্মকর্তা।
বেতনা নিউজ ২৪ /অ/ডে/
Leave a Reply