1. admin@betnanews24.com : Betna :
চতুর্থ দিনের চ্যালেঞ্জে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ | বেতনা নিউজ ২৪
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:২০ পূর্বাহ্ন

চতুর্থ দিনের চ্যালেঞ্জে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

বেতনা নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৭৬ বার পঠিত
ছবি : সংগৃহীত
খেলা ডেস্ক,      
মিরপুরে সিরিজ নির্ধারণী টেস্টের চতুর্থ দিনের চ্যালেঞ্জে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ । তৃতীয় দিন বৃষ্টি বিঘ্নিত হলেও ফিফটি করে অপরাজিত আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তার সঙ্গী অভিজ্ঞ দিনেশ চান্দিমাল। চতুর্থ দিনে তাদের লক্ষ্য দ্রুত রান তোলা। অন্যদিকে স্বাগতিকদের লক্ষ্য দ্রুত উইকেট নেয়া।
শ্রীলঙ্কার হাতে এখনও ৫ উইকেট। লিড নেওয়ার পথে ভালো অবস্থানেই আছে শ্রীলঙ্কা। চতুর্থ দিন দ্রুত রান তোলায় চোখ রাখছে সফরকারীরা । চারটি চার ও এক ছক্কায় ১৫৩ বল খেলা ম্যাথিউস অপরাজিত আছেন ৫৮ রান নিয়ে। তার সঙ্গে খেলছেন চান্দিমাল। ২৯ বলে এক চারে তার রান ১০। শেষ খবর পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ২৯৬ রান।
তৃতীয় দিনে বৃষ্টি বাগড়ায় খেলা হয়েছে ৫১ ওভার। ভেস্তে যায় দ্বিতীয় সেশন। তিন উইকেট হারিয়ে এদিন ১৩৯ রান করেছে শ্রীলঙ্কা। দিনশেষে অতিথিদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট ২৮২ রান। বাংলাদেশের চেয়ে ৮৩ রানে পিছিয়ে ছিল তারা। ৫৮ রানে অপরাজিত ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও আরেক পাশে অভিজ্ঞ চান্দিমাল। আজ চুতর্থ দিনে ব্যাট করছেন এই দুইজন।

বেতনা নিউজ ২৪ /খে/ডে

পাঠকের মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা