1. admin@betnanews24.com : Betna :
চালু হতে যাচ্ছে ফেসবুক হরিজন | বেতনা নিউজ ২৪
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:১১ পূর্বাহ্ন

চালু হতে যাচ্ছে ফেসবুক হরিজন

তথ্য ও প্রযুক্তি ডেস্ক,
  • প্রকাশিত : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১১০ বার পঠিত

তথ্য-প্রযুক্তি ডেস্ক,

 

চালু হচ্ছে নতুন ওয়ার্করুম ‘ফেসবুক হরিজন’। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে মেটাভার্স বা ভার্চুয়াল জগৎ।

ইতোমধ্যে বিশ্বের একাধিক দেশে এই ভার্চুয়াল জগৎ গড়ে তুলেছে ফেসবুক। এই তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, স্পেন।

গত বছর মার্ক জুকারবার্গ ঘোষণা করেন, ইউনিভার্সের মতোই নতুন জগৎ তৈরি করছে ফেসবুক। যেখানে শারীরিক উপস্থিতি না থাকলেও ভার্চুয়ালি উপস্থিতি থাকবে।

সেই ধারাবাহিকতায় তৈরি করা হয়েছে ফেসবুক হরিজন ওয়ার্করুমস। এটি ফেসবুকের প্রচলিত ভিডিও কনফারেন্সিং সফ্টওয়্যারের একটি বিবর্তন ভার্সন। যা মানুষকে একটি ভার্চুয়াল জগতের স্বাদ দেবে। এমনকি এটি পৃথিবীর মতোই একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে।

এই ভার্চুয়াল জগতে স্বাদ নিতে হলে আপনাকে একটি VR (ভার্চুয়াল রিয়ায়ালিটি) হেডসেট এবং আরও নির্দিষ্টভাবে Oculus Quest 2-এর প্রয়োজন হবে। এছাড়াও একটি একটি ওয়েব অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে ওয়ার্করুমের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ব্যবহারকারীরা।

 

ভার্চুয়াল এই ওয়ার্কস্পেসের মাধ্যমে অপর ব্যক্তি যা বলছে কিংবা আপনি যা বলছেন, তা পৃথিবীর পরিবেশের মতোই শুনতে পাওয়া যাবে। তবে পুরো বিষয়টি আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ নিয়ে ফেসবুক হরিজন আরও পরীক্ষা চালাচ্ছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বেতনা নিউজ ২৪ /ত-প্র/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা