1. admin@betnanews24.com : Betna :
চিকিৎসা বিজ্ঞানে মুখের ঘা’র কারণ ও প্রতিকার | বেতনা নিউজ ২৪
সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

চিকিৎসা বিজ্ঞানে মুখের ঘা’র কারণ ও প্রতিকার

হেল্থ ডেস্ক,
  • প্রকাশিত : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৪ বার পঠিত
হেল্থ ডেস্ক,
অ্যাপথাস আলসার
(Apthous Ulcer) বা মুখের ঘা
মুখে ঘা’র কারণ :
বেমিরভাগ সময় মুখের ভিতরে, জিহবায় বা মাড়ির আশেপাশে ছোট ছোট ক্ষত বা ঘা এর মতো দেখা যায়।
এর কারণে রোগীর ক্ষতস্থানে অনেক ব্যাথা ও যন্ত্রণা হয় এবং খাবার খেতে অনেক কষ্ট হয়!!
তবে সাধারণত কিছুদিনের মধ্যেই এগুলো সেরে যায়।।
এই ঘা বা ক্ষতগুলো হওয়ার মূল কারণ এখনো অনেকটাই অজানা;তবে চিকিৎসা বিজ্ঞানীরা ধারণা করেন, শারীরিক ও মানসিক চাপ এর পেছনে অনেকাংশেই দায়ী!!
মুখে ঘা নিরাময়ের উপায় :
এই রোগ হলে ব্যাথা নিরাময়ের জন্য সাধারণত প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া হয়ে থাকে এবং কিছু ক্ষেত্রে স্টেরয়েড জাতীয় পেস্ট ক্ষত স্থানে  লাগানো হয়।
অবস্থা অনুযায়ী চিকিৎসকরা স্টেরয়েড ট্যাবলেট ও ব্যবহার করে থাকেন।।
তাই,সব ধরনের মানসিক চাপ থেকে নিজেদেরকে  দূরে রাখতে পারলে অনেক স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করা যায়।
তবে ভিটামিন সি জাতীয় খাবার কেলে বেশি ভালো হয় ।
বেতনা নিউজ ২৪ /হে/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা