গুয়ানডং কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ২ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আর মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫৪ মিলিয়ন মার্কিন ডলারের মতো ।এই অঞ্চলের প্রায় পাঁচ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন।
এদিকে গুয়াংজি এলাকায় ১ লাখ ৪৫ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। ওই অঞ্চলে ২৭০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত।
আর জিয়াংজি প্রদেশে পাঁচ লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় সাড়ে চার লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত।
ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ভূমিধসের কারণে ওই এলাকাগুলো কার্যত অচল হয়ে পড়েছে । অনেক সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় গনমাধ্যম জানিয়েছে ।
সূত্র: আল জাজিরা
Leave a Reply