শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তারাকান্দা নতুন বাজার এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার রণকান্দা গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।
এর আগে রাত ২টার দিকে অভিযান চালিয়ে উপজেলার কাকনী এলাকা থেকে জুয়া মামলার আসামি নজরুল ইসলাম (৬০), জুলহাস (৩৫), শাহিন খান (৪০) ও সুলতান মিয়া (৩৯)কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে আজ রবিবার বিকাল ৩ টার দিকে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Leave a Reply