যশোরে নিজের ১৬ বছরের ছেলেকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের পূর্ব চাঁদপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, রাতে নুরুল ইসলামের ছেলে রুহুল আমিন (১৬) নিজের ঘরে ঘুমিয়েছিল। এ সময় বাবা নুরুল ইসলাম রুহুল আমিনের বাম পায়ে বৈদ্যুতিক তার পেঁচিয়ে শক দেন। কিন্তু এতে ছেলের মৃত্যু না হওয়ায় পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ওসি বলেন, সোমবার নুরুলকে আটক করা হয়েছে এবং রুহুল আমিনের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা হচ্ছে।
এদিকে আটকের পর নুরুল ইসলাম পুলিশকে বলেন, জমি বিক্রি করে সংসারের পিছনে ৪১ লাখ টাকা খরচ করেছি। এখন পরিশ্রম করতে পারি না। স্ত্রী-ছেলে আমার ওপর অমানবিক নির্যাতন করতো। তাই ছেলেকে হত্যা করেছি। আমি আমার শাস্তি চাই।
Leave a Reply