সব ঠিকঠাক চললে আগামী জুন মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। রাজ্যটির মাধ্যমিক শিক্ষা পরিষদ সূত্রের বরাত দিয়ে শনিবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।
গত মার্চ মাসের ১৬ তারিখে শেষ হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। সাধারণত মাধ্যমিক পরীক্ষার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করে থাকে মাধ্যমিক শিক্ষা পরিষদ। সেই রীতি বজায় রেখে এবারও জুন মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের বিষয়ে প্রস্তুতি শুরু করেছে তারা।
মাধ্যমিক শিক্ষা পরিষদের একটি সূত্র জানাচ্ছে, আগামী ৩ জুন ফল প্রকাশের প্রস্তুতি নিয়ে এগোচ্ছেন তারা। তবে ওই দিনই ফল প্রকাশ হবে কি না, তা নির্ভর করছে রাজ্য সরকারের অনুমতি ওপর। আগামী সপ্তাহে রাজ্য সরকারের অনুমতি চেয়ে আবেদন জানাবেন পরিষদ কর্মকর্তারা। রাজ্য সরকার অনুমতি দিলেই ফল প্রকাশিত হবে জুন মাসের প্রথম সপ্তাহে।
২৫ মে দুই বর্ধমান জেলার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলবে মাধ্যমিক শিক্ষা পরিষদ।
Leave a Reply