গতকাল বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাস অর্থাৎ জুনে জো বাইডেন ও মোহাম্মদ বিন সালমানের এই সাক্ষাৎ হতে পারে। দুই নেতার সাক্ষাৎ আয়োজনের ব্যাপারে হোয়াইট হাউস কাজ করছে।
আগামী মাসে বিদেশ সফরে যাবেন জো বাইডেন। এই সফরকালে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার একটি সম্ভাব্য সাক্ষাতের ব্যবস্থা করতে মার্কিন প্রশাসনে কর্মকর্তারা সৌদির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।
সৌদি আরবের রাজধানী রিয়াদে জিসিসির বৈঠকের মধ্যে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জো বাইডেনের সাক্ষাৎ হতে পারে।
সূত্র: সিএনএন।
Leave a Reply