1. admin@betnanews24.com : Betna :
জ্বালানি তেলের দাম বাডায় রাজধানীতে গণপরিবহন সংকট | বেতনা নিউজ ২৪
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন

জ্বালানি তেলের দাম বাডায় রাজধানীতে গণপরিবহন সংকট

বেতনা নিউজ ২৪ ডেস্ক,
  • প্রকাশিত : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৮৪ বার পঠিত

বেতনা নিউজ ২৪ ডেস্ক,

 

আজ শনিবার সকাল থেকেই রাজধানীতে তীব্র গণপরিবহন সংকট দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় শত শত মানুষকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

ঢাকার বাইরে অন্য জেলাগুলোতেও পরিবহন সংকটের খবর মিলেছে। জ্বালানি তেলের দাম বাড়ানোয় আজ সকাল থেকে গাড়ি চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর পরিবহন মালিক সমিতি।

রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, রামপুরা ব্রিজ এলাকায় দেখা গেছে, দীর্ঘক্ষণ অপেক্ষার পর কোনো কোনো রুটে একটি বাস এলেও সেটিতে ওঠার আশায় ছুটে যাচ্ছেন বহু মানুষ। বাসগুলো আগে থেকে যাত্রীতে পরিপূর্ণ হয়ে আসছে। তাই বেশিরভাগ বাসে কেউ উঠতে পারছেন না রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষ।

শুক্রবার দিবাগত রাত ১২টার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।

 

 

 

 

 

বেতনা নিউজ ২৪ /বে/ডে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা