1. admin@betnanews24.com : Betna :
টক শো’তে মারামারি! (ভিডিও) | বেতনা নিউজ ২৪
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

টক শো’তে মারামারি! (ভিডিও)

অনলাইন ডেস্ক,
  • প্রকাশিত : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৩১ বার পঠিত
ক্যামেরার সামনে মারামারিতে জড়ান নবীন চিত্রনায়ক আদর আজাদ/ স্ক্রিনশট

প্রকাশিত : ১২ জুন, ২০২২     ১৮: ১৫

অনলাইন ডেস্ক,

 

আলোচনা সমালোচনা যেন পিছু ছাড়ছেই না ঢালিউড পাড়ার । এবার ক্যামেরার সামনে মারামারিতে জড়ালেন নবীন চিত্রনায়ক আদর আজাদ ও যোজন মাহমুদ। যেখানে আদরের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী ও পরিচালক সৈকত নাসির ।

আগামী ১৭ জুন মুক্তি পেতে যাচ্ছে সৈকত নাসির পরিচালিত আদর-বুবলি জুটির প্রথম ছবি “তালাশ”।

গত শনিবার (১১ জুন) একটি বেসরকারি টেলিভিশনে সিনেমার প্রচারণায় অংশ নেয় “তালাশ” টিম। আর সেখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

তবে অভিযোগ উঠেছে, নিজেদের ছবির দিকে দৃষ্টি ফেরাতেই সাজানো এই মারামারি করেছেন নায়ক আদর আজাদ। যেখানে বুবলীও সামিল হয়েছেন।

এদিকে সিমোর প্রচারণার জন্য এমন মারামারি শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন অনেক চলচ্চিত্র সমালোচক। ফেসবুকেও চলছে নানা সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, সহশিল্পী যোজন মাহমুদ চিত্রনায়ক আদরের গেটআপ ও আচরণের সমালোচনা করছেন।

বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে পরিচালক সৈকত নাসির গণমাধ্যমকে বলেন, “আমরা কোনো টক শোতেই অংশ নিইনি। ভিডিওতে লেখা টক শো। সেটাই তো আমি বুঝতে পারছি না। বিষয়টি প্রেস শো করে বিস্তারিত জানাব। আমার সিনেমার ভেতরে এমন সিন আছে। গল্পটাও এমন। এটাই ক্লিয়ার করব। আমরা ‘মেকিং অব তালাশ’ তৈরি করছিলাম। সেটারই দৃশ্য। এটা আমরা আগামী ১৫ তারিখ প্রকাশ করব।“

বিষয়টি প্রসঙ্গে বুবলী ও আদরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

 

 

 

বেতনা নিউজ ২৪/অ/ডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা