টুইটার সিইও পরাগের লম্বা পোস্টের নিচে যে প্রতিক্রিয়া দিলেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক

টুইটারের ‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)’ পরাগ আগারওয়ালের লম্বা পোস্টের তলায় কী প্রতিক্রিয়া দিলেন ইলন মাস্ক! তা নিয়েই এখন আলোচনা চলছে নেটমাধ্যমে। কীভাবে নিজেদের আরও ত্রুটিমুক্ত করা যায়, তার খানিক আভাস দিয়ে লম্বা একটি পোস্ট (থ্রেড) করেছিলেন পরাগ। সেই পোস্টের তলায় কোথাও ইলন লিখলেন, “আপনারা কি আদৌ ভুয়া প্রোফাইল ধরা শুরু করেছেন?”

আর সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে এল পরাগের মন্তব্যের প্রেক্ষিতে ইলনের দেওয়া একটি ইমোজি। যাকে নেটমাধ্যমের পরিভাষায় ‘পাইল অব পু’ নামেই চেনে সবাই।

টুইটার কিনতে এক পা বাড়িয়ে থাকা ইলন মাস্ক আরও বেশ কিছু পরিবর্তনের সঙ্গে চেয়েছিলেন, টুইটার থেকে পাকাপাকিভাবে ভুয়া তথা স্বয়ংক্রিয় অ্যাকাউন্টের বিদায়। সাম্প্রতিক পোস্টে এ বিষয়েই বিশদ আলোচনা করছিলেন পরাগ। জানিয়েছিলেন, তথ্য, বাস্তব এবং পরিপ্রেক্ষিত বিচার করে তিনি স্প্যাম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। 

তেমনই পরাগের একটি গুরুগম্ভীর এবং আপাতভাবে গুরুত্বপূর্ণ পোস্টের তলায় ইলন একটি প্রতিক্রিয়া ব্যবহার করেছেন। যা নেটমাধ্যমে ‘পাইল অব পু’ নামে পরিচিত। সাধারণত কোনও বিষয়ে বিরক্তি বোঝাতে এই প্রতিক্রিয়া দেওয়ার চল রয়েছে।

প্রসঙ্গত, টুইটারে ঠিক কত ভুয়া তথা স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট আছে, তার সংখ্যা নিয়ে সংশয়ের জেরেই আপাতত থমকে আছে চার হাজার চারশ’ কোটি ডলারের বিনিময়ে ইলনের টুইটার কিনে নেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া। ইলন চান, টুইটারে যেন নেটিজেনদের মত প্রকাশের অধিকার রক্ষিত হয়। কিন্তু নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করা ভুয়া এবং স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট সেই পথে বাধা।

পরাগ এই প্রসঙ্গেই নিজেদের যুক্তি জানাচ্ছিলেন টুইটারে। এতে প্রথমে ভুয়া ব্যবহারকারীদের চিহ্নিত করা এবং তাদের বাতিল করার প্রসঙ্গে টুইটারের নীতি স্পষ্ট করছিলেন তিনি। সেখানেই এক জায়গায় ইলন প্রশ্ন করছেন, টুইটার কি আদৌ ভুয়া অ্যাকাউন্টের খোঁজ শুরু করেছে? তার পরই একই পোস্টের অন্য একটি জায়গায় পরাগের যুক্তিজালের প্রেক্ষিতে ইলন পোস্ট করেছেন ‘পাইল অব পু’! যা দেখে অবাক নেটবিশ্ব।

এরপর পর্যবেক্ষকদের প্রশ্ন- ইলন কি সত্যিই টুইটার কিনতে আর আগ্রহী? নাকি ভুয়া অ্যাকাউন্টের দোহাই দিয়ে মূলত দাম আরও খানিকটা কমিয়ে নেওয়ার ফন্দি এঁটেছেন? সূত্র: ফরচুন, দ্য ভার্জ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version