নিজস্ব প্রতিবেদক,
ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। মঙ্গলবার (০৯ আগস্ট) সকালে ঠাকুরগাঁও নারী ঐক্য উন্নয়ন সংঘের আয়োজনে এই দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে জেলা শহরের গোবিন্দ নগর ওরাওঁ পাড়া সংগঠনটির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা শহরের বিভিন্নস্থানে বাদ্দের তালে তালে নাচ গানে মিলিত হন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারীরা। আনন্দ উল্লাসে উপভোগ করেন দিনটিকে।
এসময় নারী ঐক্য উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক দীপালী খালকো দীপা, সাধারণ সম্পাদক খুকু খালকো, সহ-সাধারণ সম্পাদক সাথী আক্তার, সাংগঠনিক সম্পাদক ব্রিজিতা তীরকিসহ সংগঠনটির অন্যান্যরা। এছাড়াও আদিবাসী সংগঠনের বেশকয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বেতনা নিউজ ২৪ /নি/ডে/
Leave a Reply