নিজস্ব প্রতিবেদক,
ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্রিজের নিচে বস্তার ভেতর থেকে মাহফুজা খাতুন (২০) নামের এক যুবতীর লাশ পেয়ে হাসপাতলে ভর্তি করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২১ জুলাই ) সকালে শহরের টাঙ্গন ব্রিজের নিচে বস্তার ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।
মাহফুজা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের মৃত মোস্তফা কামালের মেয়ে। সে ঠাকুরগাঁও পৌরশহরের খাতুনে জান্নাত কামরুন্নেছা কওমী মহিলা মাদরাসায় পড়াশোনা করে ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে টাঙ্গন ব্রিজের নিচে বস্তার ভেতরে ওই মেয়েটিকে দেখতে পেয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে ।
বেতনা নিউজ ২৪/নি/প্র/
Leave a Reply