প্রকাশিত : ০৮ জুন , ২০২২ ১৬:৩৩
অনলাইন প্রতিবেদক,
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
বুধবার (৮ জুন) সকালে গুলশানের পুলিশ প্লাজার উল্টোদিকের সড়কের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, সকালে হাতিরঝিল লেকপাড়ে একজনের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় । পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে গুলশান থানা পুলিশ ।
প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মরদেহের পাশ থেকে একটি মোবাইল, মানিব্যাগ এবং রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। তার গলায় ছুরকাঘাতের চিহ্ন রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল হাসান ফিরোজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবদুল বারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করেছে ঘাতকরা ।
মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বেতনা নিউজ ২৪ অ/ডে
Leave a Reply