নিজস্ব প্রতিবেদক,
বুধবার (১০ আগষ্ট) জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির বৈঠকে বলা হয়েছে, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ওপর শিক্ষাদানের বিষয়টি মনিটরিংসহ তথ্য প্রযুক্তির উপকরণগুলো যথাযথভাবে ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে সংসদীয় কমিটি ৷
বৈঠকে কমিটির সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, ফজলে হোসেন বাদশা, মো. আব্দুস সোবহান মিয়া, এম এ মতিন এবং মাহী বদরুদ্দোজা চৌধুরী অংশ নেন।
বৈঠকে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাদানের অগ্রগতি, কারিগরি শিক্ষা অধিদফতরের সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন, শিক্ষা প্রকৌশল অধিদফতরের মাধ্যমে বাস্তবায়নাধীন মহানগর, পৌরসভা, জেলা পর্যায়ের স্কুল ভবনসমূহের নির্মাণ কাজ ।
এ বৈঠকে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ওপর শিক্ষাদানের বিষয়টি মনিটরিংসহ তথ্য প্রযুক্তির উপকরণগুলো যথাযথভাবে ব্যবহারের লক্ষ্যে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সচিব, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেতনা নিউজ ২৪ /অ/ডে/
Leave a Reply