প্রকাশ : ১২ জুন ২০২২, রবিবার, ১১:১৭
তামিম ইকবালের ১৬২ রানের অনবদ্য ইনিংসে ৩১০ রান জড়ো করে বাংলাদেশ। টাইগারদের দেয়া বড় রান তাড়া করতে নেমে ৪ উইকেটে ২০১ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশ। তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে ১০৯ রানে এগিয়ে বাংলাদেশ।
কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে বোলিংয়ে নেমে শুরুতে দাপট দেখাতে পারেনি বাংলাদেশ। জেরেমি সোলোজানো ও ত্যাজনারায়ন চন্দরপল ওপেনিং জুটিতে গড়েন ১০৯ রানের পার্টনারশিপ। ত্যাজনারায়নকে (৫৯) ফিরিয়ে এ জুটি ভাঙেন রেজাউর রহমান রাজা।
নিজেদের প্রথম ইনিংসে ৯৭ ওভারে ৭ উইকেটে ৩১০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ম্যাচের প্রথম দিন শেষে ৮২.৫ ওভার শেষে ৬ উইকেটে ২৭৪ রান ছিল টাইগারদের।
বেতনা নিউজ ২৪/স্পো/ডে/
Leave a Reply